ফ্রিল্যান্সিং মানে কি?
ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে মুক্ত পেশা, এখানে আপনি যখন ইচ্ছা তখন কাজ করতে পারবেন, এখানে ধরা-বাধা কোনো অফিস টাইম নাই।
ফ্রিল্যান্সিং হচ্ছে তোমাকে অনলাইনে কেউ কাজ দিল,আর সেই কাজটা তুমি ঘরে বসে তোমার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করে দিলে।
এখন ফ্রিল্যান্সিং মানেই যে ওয়েবসাইট বানানো,(Web Disign), গ্রাফিক্স ডিজাইন,ডিজিটাল মার্কেটিং এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে আসলে তা কিন্তু নয়, এখানে হাজার হাজার কাজ আছে যা কল্পনার বাইরে। যেমন আমি কিছু তুলে ধরলাম:
Web Design & Development
SEO
Digital Marketing
Graphics Design
App Development
Video Editing
Etc, Etc
শুধু এগুলাই নয় আরো অনেক ধরনের কাজ আছে, এর ভিতরে যারা একেবারে নতুন তারা হয়তো ভাবছেন এগুলো কোনটার কাজ কি? আর সেটা জানার জন্য জন্য আপনাকে গুগল/ Youtube এ বিষয়টি লিখে সার্চ করতে হবে। ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নিজের প্রচেষ্টাতে শেখা। কেউ হয়তো আপনাকে গাইডলাইন দিতে পারবে, শেখাটা নির্ভর করবে আপনার নিজের উপর, ধরেন আপনার ভালো লাগে গ্রাফিক্স ডিজাইন, আর আপনি শিখতেছেন ডিজিটাল মার্কেটিং তাহলে বিষয়টা কেমন হলো, কোনো কিছুই ভালোমতো শেখা হবেনা, এখন আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে শিখতে দেখতেছেন আপনার এক বড় ভাই ডিজিটাল মার্কেটিং করে অনেক টাকা ইনকাম করতেছেন,এখন আপনি মনে মনে ভাবতেছেন ডিজিটাল মার্কেটিং শিখলেতো আরো খুব ভালো ইনকাম করতে পারবো মনে হয়, এখন আপনি আবার শিখতেছেন ডিজিটাল মার্কেটিং,এই জিনিসটা কখনোই করবেননা। যেই জিনিস শিখবেন ভালো করে শিখবেন। A to Z Step by step ভালো করে শিখবেন, আবার অন্য বিষয় শিখার চেষ্টা করবেননা, আপনার যেই বিষয় ভালো লাগে সেই বিষয়ই শিখবেন। যদি বুঝতে না পারেন যে কোনটা শিখব? তাহলে গুগল ইউটিউব তো আছেই, গুগল ইউটিউব থেকে ভালো করে খুজে দেখতে হবে কোন কাজের চাহিদা বেশী, কোন কাজ করে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা ভালো ইনকাম করছে এগুলো আপনি আপনার মতো করেই খুজে বের করবেন। যদি খুজে বের করার অভিজ্ঞতাটাও যদি না থাকে তাহলে আপনাকে দিয়ে আর কিসের ফ্রিল্যান্সিং?? যদি এই ছোট কাজটাও যদি করতে না পারেন, তাহলে ফ্রিল্যান্সিং করার চিন্তা মাথা থেকে দূর করে ফেলুন। এখন বলবেন ভাই, তাহলে
শিখবো কিভাবে?
বাংলাদেশে অনেক আইটি ইন্সটিটিউট আছে যেখান থেকে শিখে অনেকেই ভালো আয় করতেছে আবার অনেকেই প্রতারনার শিকার হচ্ছে, এখন তাহলে কি করা যায়, আমি বলব আপনি সব ধরণের আইটি ইন্সটিটিউট গুলোতে একটু খোজ খবর নেন। আদৌ কি এই ইন্সটিটিউট থেকে কেউ ইনকাম করতে পেরেছে? করলেও কেমন ইনকাম করতেছে, আর কাজ যিনি শিখাবেন তার মাসে আয় কত এটা জানতে ভুল করবেননা, একজন ভালো, সৎ শিক্ষক খুজে নিতে হবে। আপনি মূলত তিনভাবে কাজ শিখেতে পারবেন,প্রথমত ডাইরেক্ট সেই প্রতিষ্ঠানটিতে গিয়ে কাজ শিখতে পারবেন, দ্বিতীয়ত অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে কাজ শিখতে পারবেন,তৃতীয়ত ভিডিও আকারে ভিডিও দেখে দেখে কাজ শিখতে পারবেন,ভিডিও দেখে শেখার একটি সুবিধা হচ্ছে হঠাৎ কিছু না বুঝলে আবারো টেনে টেনে দেখেতে পারবেন। কিভাবে কোন প্রতিষ্ঠান থেকে শিখবেন এটা নির্ভর করতেছে সম্পূর্ণ আপনার উপর। আমার জানা মতে বাংলাদেশের কিছু নামি দামি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান হচ্ছেঃ
ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানঃ
ইত্যাদি আরো অনেক নামীদামী প্রতিষ্ঠান রয়েছে। আমি যেই প্রতিষ্ঠানগুলো উল্লেখ করলাম এগুলো থেকে শিখলে যে 100% ইনকাম করতে পারবেন এটা আমি নিশ্চিতভাবে বলতে পারবোনা, আরো অনেক ভালো প্রতিষ্ঠান রয়েছে শুধু আপনার থেকে খুজে খুজে বের করতে হবে। যদি এটাও না পারেন তাহলে আপনাকে দিয়ে আর কিসের ফ্রিল্যান্সিং???
মূলকথা, আপনার থেকে ভালো করে খুজে বের করতে হবে কোত্থেকে শিখবেন? পরবর্তীতে যাতে প্রতারনার শিকার না হোন এই বিষয়টা মাথায় রাখবেন।
এখন কি শিখব, কোথা থেকে শিখব, তাতো জানলাম,এখন কাজ করব কোথায়?
কাজ পাবো কোথায়?
ফ্রিল্যান্সিং করার অনেক মার্কেটপ্লেস আছে, নিচে আমি কিছু বিখ্যাত মার্কেটপ্লেসের নাম তুলে ধরলাম:
এছাড়াও আরো অনেক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে,যেখান থেকে আপনি কাজ পাবেন,
ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করতে পারব?
এটা মূলত নির্ভর করতেছে সম্পূর্ণ আপনার উপর, আপনার কাজ করার দক্ষতা যত বেশী,ততবেশী ইনকাম করতে পারবেন,
এখন ফ্রিল্যান্সিং তো করব কিন্তু টাকা টা পাবো কি করে?? কোনো টেনশন নেয়ার দরকার নেই,বাংলাদেশ ব্যাংক তো আছেই, ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন নিশ্চিন্তে Payoneer মাধ্যমে আপনি সহজেই আপনার মার্কেটপ্লেসের ডলারগুলো বাংলাদেশের যেকোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন।
এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে-ফ্রিল্যান্সিং করতে কি ইংরেজী জানা থাকতে হবে?? হ্যা অবশ্যই জানা থাকতে হবে,কারণ ইংরেজী ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখন আমিতো ইংরেজী পারিনা তাহলে কি আমি ফ্রিল্যান্সিং করতে পারবোনা? আমি বলব আপনি সময় থাকতে কিছুটা হলেও ইংরেজী শিখে নিন। শুধুমাত্র কিভাবে ইংরেজীতে কমিউনিকেশন করা যায় সেটা হলেও শিখে নিন।
ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক কিছুইতো তুলে ধরলাম, ফ্রিল্যান্সিং করা আসলেই কি এত সহজ? অবশ্যই কিন্তু না, অনেকেই লোভে পড়ে যায় ফ্রিল্যান্সিং করতে পারলেতো অনেক টাকা ইনকাম করা যায়, ফ্রিল্যান্সিং করতে হলে ১ নাম্বারে থাকতে হবে আপনার ইচ্ছাশক্তি. তারপর প্রচেষ্টা।
আপনি যত দ্রুত ইনকাম করতে চান,টাকা আপনার থেকে তত বেশী দৌড়াতে থাকবে। ফ্রিল্যান্সিং করতে হলে অনেক অনেক ধৈর্য থাকতে হবে। অনেক সময় হতে পারে আপনার কাছে কোনো কাজ না ও আসতে পারে। রিজিকের মালিকতো একমাত্র আল্লাহ। যতটুকু সম্ভব চেষ্টা করতে থাকুন,সফল একদিন হবেনই ইনশাআল্লাহ।
শেষকথাঃ কোন্ বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করবেন,কোন কাজের চাহিদা বেশী, এটা ভালোভাবে খুজে বের করতে হবে আপনার থেকেই,আর কোন ইনস্টিটিউট থেকে কোর্স করবেন এটাও ভালোভাবে রিসার্স করতে হবে আপনারই,আর এটুকু যদি না পারেন তাহলে ভাই ফ্রিল্যান্সিং আপনার জন্য না।
আল্লাহ তা’য়ালা আমাকে সহ আমাদের সবাইকে হালালভাবে উপার্জন করার তৌফিক দান করুন। (আমিন)
0 Comments